হেফাজত নেতা মাওলানা জসিমের উপর হামলাকারী যুবক গ্রেফতার

নূর নিউজ: মুফতী আমিনী রহ.এর জামাতা, হেফাজত নেতা মাওলানা জসিম উদ্দিনকে (৫৫) ছুরিকাঘাতের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মাসুম হাসান ইমরানকে (৩২) গ্রেফতার করেছে লালবাগ থানা পুলিশ। রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে শুক্রবার (১২ ফেব্রুয়ারি) তাঁকে গ্রেপ্তার করা হয়।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা হামলাকারীকে গ্রেপ্তার করেছি। হেফাজত নেতার ওপর হামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আহত হেফাজত নেতা নিজেই সেদিন লালবাগ থানায় একটি হত্যাচেষ্টার মামলা করেন। তখন থেকেই হামলাকারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল।

উল্লেখ্য, মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকালে লালবাগে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর শাখার সহসভাপতি মাওলানা জসিম উদ্দিনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় এই দুর্বৃত্ত। পরে আহত অবস্থায় এই নেতাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি মেডিকেল থেকে ছাড়পত্র নিয়ে নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন।

এ জাতীয় আরো সংবাদ

দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি ইশা ছাত্র আন্দোলনের

আলাউদ্দিন

মাহে রমজানকে স্বাগত জানিয়ে সারাদেশে ইসলামী আন্দোলনের স্বাগত মিছিল অনুষ্ঠিত

নূর নিউজ

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে কী কথা হয়েছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

নূর নিউজ