হেফাজতের ঢাকা মহানগর সহ-সভাপতি মাওলানা জুবায়ের আহমেদ গ্রেফতার

নূর নিউজ: হেফাজত ইসলামের ঢাকা মহানগর সহ-সভাপতি মাওলানা জুবায়ের আহমেদকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
শুক্রবার (১৬ এপ্রিল) বিকেলে লালবাগের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম।

তিনি জানান, তার বিরুদ্ধে ২০১৩ সালের নাশকতা ও সম্প্রতি সহিংস ঘটনার অভিযোগ রয়েছে। তিনি মামলার আসামি। আসামি হিসেবে তাকে শুক্রবার বিকেলে লালবাগের বাসা থেকে গ্রেফতার করা হয়।

মাওলানা জুবায়ের আহমেদ হেফাজতে ইসলামের ঢাকা মহানগরীর সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেন। এছাড়া তিনি মুফতি আমিনীর জামাতা হিসেবেও পরিচিত।

উল্লেখ্য, মাওলানা জুবায়েরসহ এখন পর্যন্ত হেফাজতের কেন্দ্রীয় সাত জন নেতাকে গ্রেফতার করা হলো।

এ জাতীয় আরো সংবাদ

জামায়াতের নিবন্ধন বাতিলের আপিল শুনানি ১০ আগস্ট

নূর নিউজ

দুস্থদের মাঝে আলনূর সেন্টারের কুরবানীর গোশত বিতরণ

আনসারুল হক

আবু সাঈদ হত্যার ভিডিও এআই দিয়ে বানানো: দাবি হাসিনার আইনজীবীর

আনসারুল হক