২৫ আগস্টের মধ্যে ব্যালট বাক্সের হিসেব চেয়েছে নির্বাচন কমিশন

আগামী ২৫ আগস্টের মধ্যে মাঠ কর্মকর্তাদের কাছে ব্যালট বাক্সের হালনাগাদ হিসেব চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে মাঠ কার্যালয়ের গুদামখানা খালি রাখারও নির্দেশনা দেওয়া হয়েছে।

ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, ব্যবহারযোগ্য ব্যালট বাক্সের সংখ্যা নির্ধারণ করে তা নির্বাচন পরিচালনা-১ অধিশাখায় পাঠাতে হবে। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের উপকরণ যথাযথভাবে সংরক্ষণের জন্য গুদামে পর্যাপ্ত জায়গা নিশ্চিত করতে মালামাল স্থানান্তরের প্রয়োজনীয় বরাদ্দ চাহিদাও পাঠাতে বলা হয়েছে।

ইসির কর্মকর্তারা জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরঞ্জাম কেনাকাটার প্রক্রিয়া শুরু হয়েছে। কমিশন সেপ্টেম্বরের মধ্যে প্রয়োজনীয় সব উপকরণ কেনা শেষ করতে চায়।

এ ছাড়া, ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্রের গুরুত্ব শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতে গল্প, প্রবন্ধ, কবিতা, নাটিকা, সংলাপসহ বিভিন্ন লেখনী প্রস্তুত করে একই সময়ের মধ্যে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে পাঠাতে নির্দেশনা দিয়েছেন সচিব।


আপনি কি চান আমি এটাকে আরও সংক্ষিপ্ত নিউজ আকারে সাজাই, নাকি বিশদভাবেই থাকুক?

এ জাতীয় আরো সংবাদ

বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় আপনাদের পাশে ছিল, হিন্দুদের উদ্দেশে প্রধানমন্ত্রী

নূর নিউজ

ঢাকায় চোখ বিএনপি’র

নূর নিউজ

তজুমদ্দিনে আড়ালিয়া মাদ্রাসায় বিশৃঙ্খলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নূর নিউজ