৩ মে সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতের মহাসমাবেশ

৩ মে সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতের মহাসমাবেশ উদ্যোগে ৩ মে মহাসমাবেশ সফল করতে বাস্তবায়ন কমিটির সভা অনুস্ঠিত হয়েছে।

আজ বুধবার রাজধানীর জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ও বাস্তবায়ন কমিটির আহ্বায়ক, মাওলানা জুনায়েদ আল হাবিব।

সভায় দেশের আট বিভাগে মহাসমাবেশ সফল করার লক্ষে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সফর করার সিদ্ধান্ত গৃহীত হয়।
ঢাকায় অবস্থানরত কেন্দ্রীয়, মহানগর, জেলা ও জোন কমিটির দায়িত্বশীলদের নিয়ে মহাসমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে আগামী ১৩ এপ্রিল, রোববার সকাল ৭টায়, জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসায় এক যৌথ বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে জানানো হয়, মহাসমাবেশ সফল করার জন্য শিগগিরই চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগে নেতৃবন্দ সফর করবেন।

বৈঠকে উপস্থিত ছিলেন— মাওলানা আহমাদ আলী কাসেমী, মাওলানা মুনির হুসাইন কাসেমী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা জালাল উদ্দীন, মুফতী বশিরুল্লাহ, মাওলানা হাসান জামিল, মুফতী আজহারুল ইসলাম, মুফতী জাকির হুসাইন কাসেমী, মুফতী শরিফুল্লাহ, মুফতী কামাল উদ্দীন, মাওলানা আফসার মাহমুদ, মাওলানা আব্দুল মালেক, মাওলানা সালাহ উদ্দীন, মাওলানা ইমরানুল বারি সিরাজী প্রমুখ।

এ জাতীয় আরো সংবাদ

বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক শুরু

আনসারুল হক

সব রেকর্ড ভেঙে একদিনে ২১২ মৃত্যু, শনাক্ত ১১,৩২৪

আনসারুল হক

ফেনীতে মক্কার ইমামের পিছনে জুমা আদায় করলেন অর্ধলক্ষাধিক মুসল্লি

নূর নিউজ