বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কক্সবাজার জেলা আমীর মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী বলেছেন, ইসলাম ও উম্মাহর কল্যাণে, দেশ ও জাতির নানা সঙ্কট উত্তরণে ঐতিহ্যবাহী ইসলামী রাজনৈতিক দল নেজামে ইসলাম পার্টি সবসময়ই দূরদর্শিতাপূর্ণ সংগ্রামী ভূমিকা পালন করে এসেছে। সম্প্রতি জুলাই সনদের আইনিভিত্তিসহ পাঁচ দফা দাবিতে ঘোষিত কর্মসূচিও রাষ্ট্র ও জনগণের কল্যাণে নেজামে ইসলাম পার্টির সংগ্রামী ভূমিকারই ধারাবাহিকতা এবং আদর্শিক ও রাজনৈতিক স্বকীয়তার সমুজ্জ্বল দৃষ্টান্ত। জাতীয় পরিস্থিতির এ গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে এসব দাবির যথার্থ বাস্তবায়ন হবে জুলাই বিপ্লবের প্রকৃত আকাঙ্ক্ষার প্রতিফলন। তাই অনতিবিলম্বে এ দাবিগুলো বাস্তবায়নে ঘোষিত কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করতে হবে।
তিনি ৫ দফা দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজার জেলা শাখার বিক্ষোভ মিছিল সফল করার লক্ষ্যে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন।
শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা নুরুল হক চকোরী, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, সাংগঠনিক সম্পাদক ও পৌর আমীর মাওলানা খালেদ সাইফী, জেলা যুববিষয়ক সম্পাদক ও পৌর সাধারণ সম্পাদক মুফতি ইউছুফ মক্কী প্রমুখ।
উল্লেখ্য বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ঘোষিত পাঁচ দফা দাবি হলো- জুলাই সনদের আইনিভিত্তি প্রদান, আওয়ামী দোসর ও আধিপত্যবাদী ভারতীয় এজেন্ট জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধকরণ, জুলাই ও শাপলাসহ সকল গণহত্যায় দায়ী এবং দুর্নীতিবাজদের বিচার নিশ্চিত করা, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা এবং দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন অবিলম্বে বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগের কার্যকর উদ্যোগ নেয়া।