গাজায় গণহত্যা রুখতে মুসলিম ঐক্যের আহ্বান ইরান ও সৌদির

গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধে মুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে ইরান ও সৌদি আরব। জেদ্দায় মুসলিম দেশগুলোর সহযোগিতা সংস্থা ওআইসির (OIC) জরুরি বৈঠকের আগে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পার্শ্ব বৈঠকে এ বার্তা দিয়েছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান বলেছেন, “ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন রুখতে মুসলিম দেশগুলোকে সমন্বিতভাবে এগিয়ে আসতে হবে। একইসঙ্গে গাজায় মানবিক সহায়তা পৌঁছানো সময়ের দাবি।”

তারা সতর্ক করে বলেন, “ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের সম্প্রসারণ প্রকল্প অত্যন্ত বিপজ্জনক। মুসলিম বিশ্বের ঐক্য ছাড়া এই হুমকি প্রতিহত করা সম্ভব নয়।”

এ বৈঠকে ইরান-সৌদি সম্পর্কের উন্নয়ন, রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতি নিয়েও আলোচনা হয়েছে। কূটনৈতিক বিশ্লেষকদের ধারণা, দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী এই দুই শক্তি যদি একসাথে কাজ করে, তবে পশ্চিম এশিয়ায় নতুন ভারসাম্য তৈরি হতে পারে।

প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৬২ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে অধিকাংশ নারী ও শিশু। নতুন করে গাজা সিটিতে অভিযান শুরু হওয়ায় মানবিক বিপর্যয় আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

এ জাতীয় আরো সংবাদ

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে চায় বসুন্ধরা

নূর নিউজ

অস্ত্র হাতে যুদ্ধ করা সেই নারী গভর্নর আটক

নূর নিউজ

ইসরাইলের জন্য আকাশপথ নিষিদ্ধ করল সৌদি আরব

আনসারুল হক