‘নকশায় ত্রুটি’, তাই বারবার ভাঙছে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ

নূর নিউজ: ত্রুটিপূর্ণ নকশার কারণে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধে বারবার ধস দেখা দিচ্ছে। শুক্রবার সকালে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের ধসে যাওয়া অংশ পরিদর্শন শেষে স্থানীয় গণমাধ্যমকর্মীদের পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার এ কথা বলেন।

তিনি আরো বলেন, ‘যমুনা একটি অপ্রতিরোধ্য নদী। একে কখনো বশে আনা সহজ বিষয় না। তাই ভবিষ্যতে পুরো বাঁধ পুনরায় সার্ভে করে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত পুনরায় সংস্কার ও নতুন করে নির্মাণের প্রকল্প হাতে নেয়া হবে’।

তিনি বলেন, একই সঙ্গে বাঁধের তদারকিতে নিয়োজিত পাউবোর কোনো গাফিলতি আছে কি না এবং কেন সিরাজগঞ্জ থেকে বিআরই শাখা চলে গেছে সুনামগঞ্জে, তা খতিয়ে দেখা হবে।

তিনি আরো বলেন, ‘ঠিকাদারি প্রতিষ্ঠান কোরিয়ার হুন্দাই কোম্পানি ১০০ বছরের নিশ্চয়তা দিয়ে বাঁধটি নির্মাণ করে। কিন্তু যমুনা নদীর ধরন পুরোপুরি নিয়ন্ত্রণ না করেই বাঁধ নির্মাণের ত্রুটিপূর্ণ নকশা করা হয়। ফলে বাঁধটির বিভিন্ন অংশে বারবার ধস দেখা দিচ্ছে’।

সচিব বলেন, হার্ডরক ক্রসবারে কাজে লাগানো হয়েছে সিসি ব্লক আর জিও ব্যাগ। আপাতত এ থাকলেই ভাঙন রোধ হবে।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মেদ, সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম প্রমুখ।

এ জাতীয় আরো সংবাদ

পাবলিক পরীক্ষায় ইসলামী শিক্ষা না রেখে গুরুত্বহীন করে দিয়েছে সরকার

নূর নিউজ

রাইসি’র মৃত্যুতে বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক

নূর নিউজ

​ ঢাকায় পৌঁছাল মডার্নার আরো সাড়ে ১২ লাখ টিকা

আনসারুল হক