যাতায়াত সহজ করতে ইমামকে মটরসাইকেল কিনে দিলেন মুসল্লীরা

কুষ্টিয়া দৌলতপুরে মসজিদের ইমামকে মোটরসাইকেল কিনে দিয়েছেন মুসল্লিরা। রমজান মাসে তারাবির নামাজ সুন্দরভাবে সম্পন্ন করায় মসজিদ কর্তৃপক্ষ ও এলাকাবাসী ইমামের হাতে মোটরসাইকেলের চাবি তুলে দেন।

স্থানীয়রা জানান, উপজেলার তারাগুনিয়া পল্লী বিদ্যুৎ পাড়া জামে মসজিদের ইমাম মোহাম্মদ সিদ্দিকুর রহমান দীর্ঘদিন ধরে বাইসাইকেলে করে মসজিদে যাতায়াত করে আসছিলেন। সাইকেলে করে যাতায়াতের কারণে ইমামের অসুবিধা হচ্ছিল। গত রমজানে সুস্থভাবে তারাবির নামাজ সম্পন্ন করা মসজিদ কর্তৃপক্ষ ও এলাকাবাসী ইমামকে উপহার হিসাবে মোটরসাইকেলের উপহার দেওয়ার সিদ্ধান্ত নেন। রোববার এলাকার সবার উপস্থিতিতে ইমামের হাতে নতুন মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া হয়।

মসজিদের ইমাম সিদ্দিকুর রহমান বলেন, ‘হাদিয়া হিসেবে মোটরসাইকেল পাওয়া খুব ও সম্মানের ব্যাপার। এজন্য মসজিদ কর্তৃপক্ষ ও এলাকাবাসীকে ধন্যবাদ জানাই।’

পল্লী বিদ্যুৎ পাড়া জামে মসজিদের প্রধান পৃষ্ঠপোষক ও সমন্বয়কারী জাহিদুল ইসলাম বলেন, ‘বাইসাইকেলে মসজিদে নামাজ পড়াতে আসা যাওয়ায় ইমাম সাহেবের খুব কষ্ট হচ্ছিল। মুসল্লিরা খুশি হয়ে হাদিয়া হিসেবে মোটরসাইকেল উপহার দিয়েছে, সেটি ইমাম সাহেবের হাতে তুলে দেওয়া হয়েছে।’

এ জাতীয় আরো সংবাদ

রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে থাকবে : প্রধানমন্ত্রী

নূর নিউজ

রিকশাচালককে মারধর করা সেই ব্যক্তি আটক

আনসারুল হক

আগামী রোববার বন্ধ থাকবে ব্যাংক

আনসারুল হক