আফগানিস্তানকে ধ্বংস করা বন্ধ করুন : রশিদ খান

নূর নিউজ: মার্কিন বাহিনী আফগানিস্তান ছেড়ে চলে যেতেই পূর্ণ শক্তি দিয়ে লড়াই শুরু করেছে বিদ্রোহী গোষ্ঠী তালেবান। একের পর এক শহর দখল করে নিচ্ছে তারা। প্রতিদিনই নিরাপত্তা বাহিনী ও তালেবানের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটছে। এতে বেসামরিক নাগরিকেরও প্রাণহানি হচ্ছে।

সংকটময় এই পরিস্থিতিতে এবার গর্জে উঠলেন দেশটির ক্রিকেটার রশিদ খান।

তিনি এক টুইট বার্তায় বলেন, ‘বিশ্বের প্রিয় নেতারা। আফগানিস্তানে তুমুল অশান্তি বিরাজমান। প্রত্যেক দিন হাজার হাজার নিরীহ মানুষ, যাদের মধ্যে মহিলা ও শিশুরা মারা যাচ্ছে। ঘরবাড়ি, সম্পত্তি সব ধূলিসাৎ হয়ে যাচ্ছে। হাজার হাজার পরিবার ভিটেহীন। আমাদের আর অশান্তি দেবেন না। দয়াকরে আফগানদের হত্যা ও আফগানিস্তানকে ধ্বংস করা বন্ধ করুন।

’এদিকে, আফগানিস্তানে তালেবানের অগ্রযাত্রা এবং বেসামরিক লোকদের ওপর হামলার ঘটনাকে গভীর উদ্বেগজনক বলে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তিনি বলেন, এভাবে লোকদের ওপর নির্যাতন চালানো হলে দেশটি একটি ‘অগ্রহণযোগ্য’ রাষ্ট্রে পরিণত হবে। মানবাধিকারের দৃষ্টিতে দেশটির বিভিন্ন অঞ্চলের পরিস্থিতি যেভাবে বিকশিত হচ্ছে তা সত্যিই ভয়াবহ।

এ জাতীয় আরো সংবাদ

করোনায় ব্রিটেনে ধূমপান ছেড়েছে ১০ লাখ মানুষ

আনসারুল হক

এবার ইসলাম ফোবিয়া দূর করতে প্রতিনিধি নিয়োগ করতে যাচ্ছে কানাডা

নূর নিউজ

মহানবি সা. কে নিয়ে মন্তব্য: দুই নেতাকে দল থেকে বহিষ্কার ও মামলা দায়ের বিজেপির

নূর নিউজ