আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মায়ের ইন্তেকালে ইসলামী ঐক্যজোটের গভীর শোক 

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমানের মমতাময়ী মা অধ্যাপিকা মাহমুদা বেগমের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদের ও মহাসচিব মুফতী সাখাওয়াত হোসাইন রাজী।

আজ রোববার (৬ জুলাই) গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় এই শোক জানান তারা।

শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, মরহুমা অধ্যাপিকা মাহমুদা বেগম ছিলেন একজন রত্নগর্ভা মহীয়সী মা, আদর্শ গৃহিণী, সমাজ সেবিকা ও দ্বীনদার নারী। যাঁর গর্ভে মহান আল্লাহ ড. মাহমুদুর রহমান এর মতো আপোষহীন একজন সাহসী কলম সৈনিককে উপহার দিয়েছেন। মায়ের ইসলামী মূল্যবোধ ও সুশিক্ষার ফলেই ড. মাহমুদুর রহমান আজ ফ্যাসিবাদ বিরোধী, দেশপ্রেমিক জনতার আস্থা ও ভালোবাসার প্রতীকে পরিণত হয়েছেন। এটা উনার মায়ের দোয়ার ফসল।
আমরা অধ্যাপিকা মাহমুদা বেগমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি এবং শোক সন্তপ্ত পরিবারবর্গ ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান রবের শাহী দরবারে দোয়া করি, তিনি এই মহীয়সী মায়ের প্রতি রহম করুন এবং তাঁকে জান্নাতে আলা দারাজা দান করুন।

উল্লেখ্য; দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মমতাময়ী মা অধ্যাপিকা মাহমুদা বেগম আজ রোববার (৬ জুলাই) ভোর সোয়া পাঁচটায় রাজধানীর মগবাজার ইনসাফ বারাকাহ কিডনি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন।

একমাত্র ছেলে মাহমুদুর রহমান, বউমা ফিরোজা মাহমুদ এবং ছোট বোন মনিরা মাহমুদসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

এ জাতীয় আরো সংবাদ

আল্লামা নূর হোসাইন কাসেমীর দাফন সম্পন্ন

আনসারুল হক

ওআইসি সম্মেলনে তালিবান সম্পর্কে যা বলল বাংলাদেশ

নূর নিউজ

মার্কিন প্রতিনিধিদল আমাদের সবকিছুতেই সন্তুষ্ট: স্বরাষ্ট্রমন্ত্রী

নূর নিউজ