একুশের এই দিনে আমাদের বিদায় জানিয়েছিলেন সাবেক প্রতিমন্ত্রী মুফতি ওয়াক্কাস

সুফিয়ান ফারাবী: জমিয়তে উলামায়ে ইসলামের একাংশের সভাপতি ও সাবেক সাংসদ মুফতি মুহাম্মদ ওয়াক্কাস মৃত্যু বরণ করেছিলেন আজকের এই দিনে । আজ তাঁর প্রথম মৃত্যু বার্ষিকী। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

রাত সাড়ে চারটার দিকে মুফতি ওয়াক্কাস মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল ইন্তেকাল করেন। তিনি করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যু বরণ করেছিলেন।

তাকে যশোরের মনিরামপুর উপজেলায় জামিয়া এমদাদিয়া মাদানীনগর মাদ্রাসায় জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন হয়েছিল। তিনি ওই মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন। মুফতি মুহাম্মদ ওয়াক্কাস যশোরের মনিরামপুর আসন থেকে তিনবার সাংসদ হন।

এরশাদ সরকারের সময় তিনি ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি হেফাজতে ইসলামের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য, বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের জ্যেষ্ঠ সহসভাপতি ও হাইয়াতুল উলিয়ার কো–চেয়ারম্যান ছিলেন।

এ জাতীয় আরো সংবাদ

সেন্টমার্টিন বিক্রি করে আমি ক্ষমতায় আসতে চাই না : প্রধানমন্ত্রী

নূর নিউজ

শোলাকিয়া ঈদগাহে ৬ লাখ মুসল্লি সমাগমের আশা

আনসারুল হক

উচ্চশিক্ষা ও সরকারি চাকরিতে কওমি শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবি জানালো হাইআতুল উলয়া

আনসারুল হক