এখন পর্যন্ত ৬২ শতাংশ মানুষ টিকা নিয়েছেন

দেশের ১৬ কোটি মানুষের মধ্যে গতকাল (রোববার) পর্যন্ত মোট ৯ কোটি ৮৯ লাখ ৩২ হাজার ১০৭ জন টিকাগ্রহণ করেছেন। অর্থাৎ, প্রায় ৬২ শতাংশ মানুষ টিকার আওতায় এসেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে এসব তথ্য জানা গেছে।
টিকাপ্রাপ্তদের মধ্যে দুই ডোজ পেয়েছেন ৬ কোটি ৪৬ লাখ ৮ হাজার ৫৩৫ জন। বুস্টার ডোজ পেয়েছেন ১৯ লাখ ৬০ হাজার মানুষ।

দেশের ১৩ কোটি মানুষকে টিকার আওতায় আনার টার্গেট নির্ধারণ করা হয়েছে। এ জন্য ২১ কোটি ১৭ লাখ ৩০ হাজার ডোজ টিকা সংগ্রহ করেছে সরকার।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. নাজমুল হক বলেন, টিকা গ্রহণে মানুষের আগ্রহ বাড়ছে। জানুয়ারি মাসে ৩ কোটি ৪০ লাখ লোক টিকা নিয়েছে। আগামী মার্চ মাসের মধ্যে প্রায় ৯ কোটি মানুষের টিকার দ্বিতীয় ডোজ দেওয়া সম্পন্ন হবে।

বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, নিরাপদ থাকতে টিকা গ্রহণের পাশাপাশি মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

এ জাতীয় আরো সংবাদ

বাংলাদেশে জঙ্গিবাদের কোনো স্থান নেই : প্রধানমন্ত্রী

নূর নিউজ

লবণ কম খেলে উচ্চ রক্তচাপের ঝুঁকি কমবে ৫০ শতাংশ

নূর নিউজ

বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় জুলাই অভ্যুত্থানে ছাত্রজনতার আত্মত্যাগ: পীর সাহেব চরমোনাই

আনসারুল হক