খুলনার প্রবীণ আলেম মাওলানা রফিকুর রহমানের ইন্তেকাল

খুলনা দারুল উলুম মাদ্রাসার সাবেক নায়েবে মুহতামিম এবং মারকাজুল উলুম মাদ্রাসার সদরে মুহতামিম মাওলানা রফিকুর রহমান আজ সকালে খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।

জানাজা বাদ আসর খুলনা নিরালা তাবলীগ মসজিদে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তার ইন্তেকালে আলেম সমাজ ও খুলনার ধর্মপ্রাণ মুসলমানরা গভীর শোক ও স্বজনদের জন্য সমবেদনা জ্ঞাপন করেন।

তিনি আজীবন ইলমে দ্বীন বিস্তার এবং বহুমুখী ইসলামের খেদযমত আনজাম দিয়েছেন। তার মৃত্যুতে খুলনাসহ গোটা জাতি একজন বিচক্ষণ, মুখলেস ও দ্বীনদরদী আলেম হারালো। তার এই শূন্যতা পূরণ হওয়ার নয়।

এ জাতীয় আরো সংবাদ

যা রেখে গেলেন মুফতী আমিনী

নূর নিউজ

৩০ বছরের যাজকজীবন ছেড়ে ইসলাম গ্রহণ

আনসারুল হক

মুনিয়ার মৃত্যু আর সানভীরের অপরাধ—সবকিছুতে কেন এই অদৃশ্য নীরবতা!

আনসারুল হক