মাওলানা জাফরুল্লাহ খানের মৃত্যুতে মুহিউদ্দীন রব্বানীর শোক

শাইখুল হাদীস আল্লামা সুলাইমান নোমানী হাফি. এর বিশিষ্ট খলিফা, দেশের বিজ্ঞ ও প্রবিণ রাজনীতিবিদ, বিশিষ্ট লেখক ও গবেষক, প্রায় চল্লিশটি বইয়ের লেখক আল্লামা জাফরুল্লাহ খান রহ. ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তাঁর মৃত্যুতে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ এর মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী গন মাধ্যমে এক শোকবার্তা প্রেরণ করেন। তিনি বলেন; মাওলানা জাফরুল্লাহ খাঁন দেশ ও জাতীর জন্য যে দুরদর্শী খেদমত আঞ্জাম দিয়েছেন তার জন্য এদেশের মানুষ তাঁর প্রতি চির কৃতজ্ঞ থাকবে। তাঁর মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণ হবার নয়। নিঃসন্দেহে তিনি একজন কামেল বুজুর্গ ও বিজ্ঞ আলেমে দ্বীন ছিলেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ও বাতিলের মোকাবেলায় তিনি আমৃত্যু রাজপথে নিরলস কাজ করে গেছেন।

তিনি বলেন, আমরা হজরতের সকল অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। হজরতের অগণিত ছাত্র, ভক্ত, মুরীদ, শুভানুধ্যায়ী এবং শোকসন্তুপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌসের আ’লা মাকাম দান করুক,আমিন।

এ জাতীয় আরো সংবাদ

আল্লামা শাহ আহমদ শফী রহ: কিছু কথা, কিছু ব্যথা

আনসারুল হক

রাসুল সা.-এর কিছু মোজেজা

নূর নিউজ

নিউইয়র্কে ২০২০ সালে চিরবিদায়ী আলেমদের নিয়ে প্রকাশিত সাময়িকীর উপর আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

আনসারুল হক