চাঁদ দেখা কমিটির বৈঠক সন্ধ্যায়

শাওয়াল মাসের চাঁদ দেখতে রোববার সন্ধ্যায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর কোন দিন হবে তা জানা যাবে বৈঠকের পর।

বাদ মাগরিব বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ঈদুল ফিতরের তারিখ নির্ধারণী সভা করবে কমিটি। এতে সভাপতিত্ব করবেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে চাঁদ দেখা কমিটির বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন জানায়, রোববার যদি দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা যায় তাহলে সোমবার ঈদুল ফিতর উদযাপিত হবে। আর যদি রোববার চাঁদ না দেখা যায় তাহলে সোমবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে ঈদুল ফিতর উদযাপিত হবে মঙ্গলবার।

দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে ০২-৪১০৫০৯১২, ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ নম্বরে ফোন করে এবং ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে বা সংশ্লিষ্ট জেলার প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

এ জাতীয় আরো সংবাদ

হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক গ্রেফতার

আনসারুল হক

মুক্তিযুদ্ধের লক্ষ্য বাস্তবায়নে আরও অবদান রাখার আহবান রাষ্ট্রপতির

নূর নিউজ

বিবৃতি দিয়ে ফয়জুল করীমের ওপর হামলার নিন্দা জানিয়েছেন আল্লামা মাসঊদ

নূর নিউজ