টাইটানিক দেখতে যাওয়া পর্যটকবাহী সাবমেরিন নিখোঁজ

১৯১২ সালে উত্তর অ্যাটলান্টিক মহাসাগরে ডুবে যাওয়া টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে পর্যটকবাহী একটি সাবমেরিন নিখোঁজ হয়েছে।

সোমবার (১৯ জুন) এত প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসি বলছে, ওশানগেট কোম্পানির ওই ট্যুরিস্ট সাবমেরিনটিতে পাঁচজন যাত্রী ছিলেন। এর মধ্যে ৫৮ বছর বয়সী ব্রিটিশ ধনকুবের ব্যবসায়ী এবং অভিযাত্রী হ্যামিশ হাডিং রয়েছেন। হারিয়ে যাওয়া ডুবোজাহাজটির নাম ‘টাইটান সাবমার্সিবল’। সাবমেরিনটির সন্ধানে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু হয়েছে।

যুক্তরাষ্ট্র কোস্ট গার্ডের রিয়ার অ্যাডমিরাল জন মাউগের বলেন, পর্যটকদের জীবিত খুঁজে বের করতে হলে তাদের হাতে ২৬ ঘণ্টার মতো সময় রয়েছে। দুটি বিমান, একটি সাবমেরিন এবং সনার যন্ত্র নিয়ে সাবমেরিনটি খোঁজা হচ্ছে। উদ্ধারকারীরা এই অভিযানকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছেন এবং নিখোঁজ পর্যটকদের নিরাপদে বাড়ি ফিরিয়ে আনতে সাধ্যের মধ্যে থাকা সবকিছুই করা হচ্ছে।

টাইটানিকের ধ্বংসাবশেষ দেখাতে ছোট ছোট ডুবোযানে করে পর্যটকদের আটলান্টিক মহাসাগরের সাড়ে ১২ হাজার ফুট গভীরে নিয়ে যাওয়া হয়। আট দিনের এই ভ্রমণের জন্য পর্যটকদের গুনতে হয় আড়াই লাখ ডলার।

এ জাতীয় আরো সংবাদ

বিলাসী পণ্যে আমদানি নিষিদ্ধ করল পাকিস্তান

আনসারুল হক

গাজায় ‘জঘন্য অপরাধ’ বন্ধের আহ্বান সৌদি বাদশাহ’র

নূর নিউজ

আশা করছি তালেবান প্রতিশ্রুতি রক্ষা করবে, পাকিস্তানি সেনা প্রধান

নূর নিউজ