তুষারে ঢাকল সৌদির তাবুক পাহাড়

মরুর দেশ সৌদি আরবে দেখা মিলল বিরল এক দৃশ্য। শীতের শুরুতে দেশটির উত্তর-পশ্চিমের তাবুক পাহাড় তুষারের চাদরে ঢাকা পড়েছে। অপরূপ এই দৃশ্য দেখে আত্মা ও চোখ—দুইয়ের প্রশান্তিই মেলে বলে জানিয়েছেন স্থানীয়রা। খবর গালফ নিউজের।

গত মঙ্গলবার তাবুকের এমন অসাধারণ দৃশ্য নিজের ক্যামেরায় বন্দি করেছেন আলোকচিত্রী ফাহদ আল মাসুদি। তার ধারণকৃত ভিডিওতে তুষারে ঢাকা তাবুক ও এর আশপাশের অঞ্চলে দেখে গেছে। তাবুকের এমন দৃশ্য দেখে যে কেউ ইউরোপের দৃশ্য বলেই ভুল করবেন!

তাবুকের এই দৃশ্যকে ফাহদ আত্মা ও চোখের জন্য প্রশান্তিদায়ক বলে বর্ণনা করেছেন। একই সঙ্গে এটি স্থানীয় বাসিন্দা ও আলোকচিত্রীদের মাঝে উৎসাহ ও উত্তেজনা সৃষ্টি করেছে বলেও জানান তিনি।

এর আগে সৌদির জাতীয় আবহাওয়া কেন্দ্র তাবুক, মদিনা ও মক্কার কিছু অংশসহ বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বজ্রঝড়ের পূর্বাভাস দেয়। এ ছাড়া এসব এলাকায় মুষলধারে বৃষ্টি, দমকা হাওয়া ও শিলাবৃষ্টি হতে পারে বলেও জানায়।

এ জাতীয় আরো সংবাদ

যুক্তরাষ্ট্রের নতুন স্যাংশনের তালিকা, নেই বাংলাদেশ

নূর নিউজ

মন্দিরে পেছন থেকে ধাক্কা, আহত মমতাকে নেওয়া হচ্ছে হাসপাতালে

আলাউদ্দিন

মক্কায় খলিফা হযরত উসমান (রা.)’র আমলের শিলালিপির সন্ধান

আনসারুল হক