দেশে ফিরলো ভূমধ্যসাগর থেকে উদ্ধার হওয়া ১৭ বাংলাদেশি

তিউনিসিয়ায় ভূমধ্যসাগর থেকে উদ্ধার হওয়া বাংলাদেশিদের মধ্যে দেশে ফিরেছেন ১৭ জন। ইন্টারন্যাশনাল অরগানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এ তথ্য জানিয়েছে।

জানা যায়, আইওএম ও বাংলাদেশ সরকারে যৌথ প্রচেষ্টায় তাদের দেশে ফেরত আনা হয়েছে।

ওই ১৭ অভিবাসনপ্রত্যাশী বাংলাদেশিকে নিয়ে একটি ফ্লাইট গত বুধবার তিউনিসিয়া থেকে রওনা দিয়ে গতকাল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

ভূমধ্যসাগর থেকে উদ্ধারের পর এসব বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীকে তিউনিসিয়া থেকে বাংলাদেশে পাঠানো আগে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। তিউনিসিয়ায় তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা ও সেখান থেকে দেশে ফিরতে সব ধরনের সহযোগিতা করেছে আইওএম। বাংলাদেশে পাঠানোর আগে তাদেরকে নগদ অর্থ সহায়তাও দিয়েছে আইওএম, যাতে ঢাকার বিমানবন্দর থেকে তারা নিজ গন্তব্যে পৌঁছাতে পারে।

এ জাতীয় আরো সংবাদ

মহাখালীর ১৪ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

নূর নিউজ

সরকার পতনের আন্দোলন’ দশ বিভাগে রোডমার্চ করবে বিএনপি

নূর নিউজ

বদলে গেল ইসলামী ব্যাংকের নাম

নূর নিউজ