নির্বাচনে না এসে বিএনপি বড় ভুল করেছে: পররাষ্ট্রমন্ত্রী

রাজনৈতিক দল হিসেবে বিএনপি নির্বাচনে না এসে বড় ভুল করেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) নগরের ধোপাদিঘীর পাড় এলাকায় নিজের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ড. মোমেন বলেন, সরকার একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে বদ্ধপরিকর। আর সিলেট-১ আসনের নির্বাচনের দিকে বিদেশিরাও তাকিয়ে আছে। এমন পরিস্থিতিতে তিনি নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক ভোটারের উপস্থিতি নিশ্চিত করতে নেতা-কর্মীদের কাজ করার আহ্বান জানান।

বিএনপি হচ্ছে নালিশ পার্টি মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারার রাজনীতি করে।

পরে মিলাদ মাহফিলের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান শেষ হয়। এ সময় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ থেকে নৌকার প্রচারণা ও মিছিলের উদ্বোধন করেন।

এ জাতীয় আরো সংবাদ

রমজানে দ্রব্যমূল্যের উর্ধ্বগতিরোধ ও বন্দি আলেমদেরকে মুক্তির আহবান হেফাজত আমীরের

নূর নিউজ

যুক্তরাষ্ট্রের সঙ্গে শত্রুতা করে রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব চায় না বাংলাদেশ

নূর নিউজ

দালালদের বৈধ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগ

নূর নিউজ