নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল ও লাঠিচার্জ

রাজধানীর নয়াপল্টনে বিএনপির সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার বিষয়ে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ টিয়ারশেল ও লাঠিচার্জ করেছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষ হয়।

এর আগে সকাল ১০টা থেকে নয়াপল্টনে অফিসের সামনে জড়ো হয়ে মিছিল শুরু করে বিএনপির নেতাকর্মীরা। বেলা ১১টা ৪০ মিনিটের দিকে সমাবেশ শেষ করে মিছিল নিয়ে নাইটিঙ্গেল মোড়ের দিকে আগানোর চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময়ই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ টিয়ারশেল ও লাঠিচার্জ করে নেতাকর্মীদের সরিয়ে দেয়।

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের ব্যর্থতার অভিযোগ এনে এর প্রতিবাদে বিক্ষোভ মিছিলের এই আয়োজন করেছিল বিএনপি। বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

এই বিষয়ে জানতে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ একাধিক পুলিশ কর্মকর্তাকে ফোন করা হলেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

এ জাতীয় আরো সংবাদ

সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর ইতিবাচক -ইসলামী ঐক্যজোট

আনসারুল হক

ব্রাহ্মণবাড়িয়া-০২ আসনে ব্যাপক গণসংযোগ করছেন মাওলানা জুনায়েদ আল হাবিব

আনসারুল হক

সারা দেশে মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ

নূর নিউজ