পার্বত্য চট্টগ্রামে জাতীয় নিরাপত্তা রক্ষায় জরুরি পদক্ষেপের আহ্বান ইসলামী ঐক্যজোটের

পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী এবং বাঙালি মুসলমানদের মসজিদ ও ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী ঐক্যজোট। একই সঙ্গে জাতীয় নিরাপত্তা রক্ষায় জরুরি পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল কাদের এবং মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজী বলেন, খাগড়াছড়ির গুইমারা এলাকায় সেনাবাহিনীর ওপর সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠীর হামলা এবং বাঙালি মুসলমানদের মসজিদ ও দোকানপাটে ভাঙচুর ও বর্বরোচিত হামলা স্পষ্টভাবে প্রমাণ করে, পার্বত্য চট্টগ্রাম নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র প্রতিহত করতে না পারলে ভবিষ্যতে চরম মাশুল দিতে হতে পারে।

নেতৃদ্বয় বলেন, এই হামলা শুধু পার্বত্য চট্টগ্রামের শান্তি নয়, বরং দেশের জাতীয় নিরাপত্তা ও অখ-তার জন্যও হুমকিস্বরূপ। আমরা এই জঘন্য হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এই নৃশংস ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার জোর দাবি জানাই।

তারা আরও বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশের ভৌগোলিক অখ-তা ও অভ্যন্তরীণ স্থিতিশীলতা রক্ষায় সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর ত্যাগ ও দায়িত্বশীলতা অত্যন্ত অপরিহার্য। পার্বত্য অঞ্চলে তারা বহু বছর ধরে শান্তি ও নিরাপত্তা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কিন্তু কিছু বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পরিকল্পিতভাবে সেই শান্তি বিনষ্ট করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

নেত্বদয় অভিযোগ করে বলেন, গত তিন দশকের বিচারহীনতার সংস্কৃতির কারণে পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীরা বারবার অপকর্ম করার সাহস পাচ্ছে। তারা নিরীহ বাঙালিদের ওপর হত্যা, খুন, নির্যাতন ও লুটপাট চালিয়ে যাচ্ছে। পাহাড়ে শান্তি ফিরিয়ে আনতে অবিলম্বে বিদেশী মদদপুষ্ট, রাষ্ট্রবিরোধী ও চিহ্নিত বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। জাতীয় নিরাপত্তা এবং জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে পার্বত্য চট্টগ্রামে সামরিক শক্তি ব্যবহার করে জরুরি ভিত্তিতে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করতে হবে।

এ জাতীয় আরো সংবাদ

শাহজালাল বিমানবন্দরে চরম হয়রানি ও ভোগান্তির শিকার হচ্ছেন প্রবাসীরা

নূর নিউজ

ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে তিন যুগ ধরে পথ চলছে ইসলামী আন্দোলন

নূর নিউজ

এবার সরকারি ব্যবস্থাপনায় হজের খরচ ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা

নূর নিউজ