প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিনিধিদল।

জাতীয় শোকের মাসের শুরুতেই ১ আগস্ট গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিনিধিদলের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতারা জানান, আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতের মূল বিষয় ছিল— আসন্ন জাতিসংঘে সাধারণ পরিষদে অংশগ্রহণকালীন প্রধানমন্ত্রীকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ কর্তৃক প্রবাসী নাগরিক সংবর্ধনার আয়োজনের প্রস্তুতি প্রসঙ্গ। এবার ওয়াশিংটন ডিসিতে প্রধানমন্ত্রীর দ্বিতীয় সংবর্ধনা অনুষ্ঠান হতে পারে।

তবে সংবর্ধনা অনুষ্ঠান ভিডিও কনফারেন্সের মাধ্যমে নাকি প্রধানমন্ত্রীর সরাসরি উপস্থিতি থাকবে তা এখনো চূড়ান্ত হয়নি।

সাক্ষাতের সময় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আব্দুস সামাদ আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম চৌধুরী, ওয়াশিংটন ডিসি আওয়ামী লীগের মাহমুদুন নবী বাকীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

পর দিন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ নিহত পরিবারের সব শহিদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করেন। দোয়া মোনাজাত শেষে বঙ্গবন্ধুর বাসভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন নেতারা।

এ জাতীয় আরো সংবাদ

কাদের মির্জাকে আ.লীগ থেকে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারের সুপারিশ

আলাউদ্দিন

৭২টি ফ্লাইটে দেশে ফিরেছেন ২৬ হাজার ৫০৪ হজযাত্রী

নূর নিউজ

বাংলাদেশ নিয়ে কঠোর বিবৃতি দুই আন্তর্জাতিক সংস্থার

নূর নিউজ