ফ্রান্সে তুর্কি মসজিদে ককটেল হামলা

তুরস্কের অর্থায়নে পরিচালিত ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ মেটজে অবস্থিত একটি মসজিদে ককটেল হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।

তার্কিশ ইসলামিক ইউনিয়ন ফর রিলিজিয়াস অ্যাফেয়ার (ডিআইটিআইবি) মসজিদটি পারিচালনা করছে। খবর আনাদোলুর।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে মসজিদটিতে পর পর তিনটি ককটেল বোমা নিক্ষেপ করে সন্ত্রাসীরা।

বোমা হামলার পর মসজিদটিতে আগুন ধরে যায়। মসজিদ কমিটির সভাপতি আলী দুরাক বলেন, ককটেল হামলার ফলে আগুনে পুড়ে গেছে মসজিদটি। এ ধরনের হামলার কথা আমরা চিন্তাও করতে পারিনি।

ফ্রান্সের তার্কিশ কমিউনিটির নেতারা এক বিবৃতিতে বলেছেন, দেশটিতে বর্তমানে মুসলিমবিরোধী, বর্ণবাদী ও জাতিবিদ্বেষের ঘটনা বৃদ্ধি পেয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনের পর এ ধরনের হামলা বেশি হচ্ছে।

এ জাতীয় আরো সংবাদ

ওমরাহ মৌসুম শুরুর ঘোষণা সৌদির

নূর নিউজ

জাপানে টিকা কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে মসজিদ

আনসারুল হক

ইসরায়েলে এখনও লড়াই চালাচ্ছে হামাস, ঢুকছে আরও যোদ্ধা

নূর নিউজ