বাইডেন প্রশাসনে প্রথম বাংলাদেশি-আমেরিকান জেইন সিদ্দিক

নিউইয়র্ক প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের হোয়াইট হাউজ প্রশাসনে প্রথম বাংলাদেশি-আমেরিকান হিসেবে নিয়োগ পাচ্ছেন জেইন সিদ্দিক।

হোয়াইট হাউজের ডেপুটি চিফ অব স্টাফের সিনিয়র অ্যাডভাইজার পদে তার নাম ঘোষণা করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার প্রেসিডেন্ট নির্বাচিত বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত কমলা হ্যারিস হোয়াইট হাউজের গুরুত্বপূর্ণ কয়েকটি পদে আরও কয়েকজনের সঙ্গে জেইনের নাম ঘোষণা করেন।

বাইডেন-কমলা ট্রাঞ্জিশন টিমে অভ্যন্তরীণ ও অর্থনৈতিক টিমের চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছেন জেইন।

গত বছর কমলা হ্যারিসের ভাইস প্রেসিডেন্সিয়াল বিতর্কের প্রস্তুতি টিমের সদস্য ছিলেন তিনি। তার আগে বেটো ও’ রোরকের প্রেসিডেন্সিয়াল প্রচার দলের ডেপুটি পলিসি ডিরেক্টর ছিলেন। তার সেনেট ক্যাম্পেইন টিমেরও সিনিয়র পলিসি অ্যাডভাইজার ছিলেন প্রিন্সটন ইউনিভার্সিটি ও ইয়েল ল’ স্কুল থেকে উচ্চতর ডিগ্রি নেওয়া জেইন।

নিউইয়র্কে বেড়ে ওঠা জেইনের কর্মজীবনের শুরু ইউএস সুপ্রিম কোর্টের জজ এলেনা কাগান এবং ইউএস কোর্ট অব আপিলের জজ ডেভিড ট্যাটেলের সঙ্গে কাজের মধ্য দিয়ে। জেইন খ্যাতনামা ল’ ফার্ম ওরিক হেরিংটন অ্যান্ড সাটক্লিফ এলএলপিতেও অ্যাসোসিয়েট হিসেবে কাজ করেছেন।

তার বাবা ডা. মামুন ও মা ডা. হেলেন দু’জনই নিউইয়র্কে চিকিৎসা পেশায় কর্মরত।

 

এ জাতীয় আরো সংবাদ

‘সরকার উৎখাত করতে চায় কানাডার বিক্ষোভকারীরা

নূর নিউজ

আমেরিকার গির্জাগুলো মুসলমানদের মিলন কেন্দ্রে পরিণত হবে: যুক্তরাষ্ট্র প্রবাসী মুফতি ইসমাইলের স্বপ্ন

নূর নিউজ

ওয়াল স্ট্রিটের ১৬ প্রতিষ্ঠানকে ১৮০ কোটি ডলার জরিমানা

নূর নিউজ