বেড়েছে ব্রয়লার মুরগির দাম, কমেছে সবজির দাম

সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিপ্রতি বেড়েছে ১০ টাকা। তবে কমেছে সবজির দাম। শুক্রবার (১০ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।

রাজধানীর বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬০-১৬৫ টাকা কেজি, যা গত সপ্তাহে ছিল ১৫০-১৫৫ টাকা।

সরবরাহ থাকায় বেশিরভাগ সবজির দাম কেজিপ্রতি কমেছে ৫ থেকে ১০ টাকা। এ সপ্তাহে ২০ টাকা কমে কেজিপ্রতি টমেটো বিক্রি হচ্ছে ১২০ টাকায়। এছাড়া প্রতি কেজি পটল ৪০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, লতি ৬০ টাকা, মুলা ৪০ টাকা, ফুলকপি প্রতি পিস ৫০ টাকা, করলা ৬০ টাকা, বরবটি ৮০ টাকা, সিম ৪০-৬০ টাকা, (গোল) বেগুন ৬০ টাকা, (লম্বা) বেগুন ৪০ টাকা, গাজর ৮০ টাকা, বাঁধাকপি ৪০ টাকা, চাল কুমড়া প্রতি পিস ৪০ টাকা, লাউ আকারভেদে ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে, বাজারে এ সপ্তাহে আলু ও পেঁয়াজের দাম বেড়েছে। পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৬০-৮০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৫০ থেকে ৬০ টাকা।

অন্যদিকে, বাজারে নতুন আলুর দাম ১০ টাকা বেড়ে কেজিপ্রতি ৫০ টাকায় বিক্রি হচ্ছে। আর পুরান আলুর দাম কেজিপ্রতি ৫ টাকা বেড়ে ৩০ টাকায় বিক্রি হচ্ছে।

তবে বাজারে বেশিরভাগ মাছের দাম অপরিবর্তিত রয়েছে বলা যায়। শিং ও টাকি মাছ কেজিপ্রতি ২৫০-৩৫০ টাকা। তেলাপিয়া ও পাঙাশ মাছ বিক্রি হচ্ছে ১৫০-১৭০ টাকা। শোল মাছের কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৫০০-৬০০ টাকা। নলা মাছ ১৭০-২০০ টাকা, চিংড়ি ৬০০-৬৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া এক-দেড় কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে হাজার-বারশ’ টাকায়।

এ জাতীয় আরো সংবাদ

ঈদের পর ২৩ মে খুলবে স্কুল-কলেজ : শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত

আলাউদ্দিন

তেলের দাম বেশি নিলে ১৬১২১-নম্বরে ফোন করার পরামর্শ

নূর নিউজ

ভারতে ডিজেল পাচার নিয়ে কড়া অবস্থানে বিজিবি

নূর নিউজ