মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দনপত্র পৌঁছে দিয়েছেন হাইকমিশনার

মালদ্বীপের নবনির্বাচিত প্রেসিডেন্ট ড. মুইজ্জুকে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দনপত্র পৌঁছে দিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাজধানী মালেতে প্রেসিডেন্টের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করে এ অভিনন্দনপত্র পৌঁছে দেন কমিশনার। এ সময় উপস্থিত ছিলেন মিশনের কাউন্সিলর মো. সোহেল
সাক্ষাৎকালে ড.মুইজ্জু বাংলাদেশ ও মালদ্বীপের দীর্ঘ বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতিম সম্পর্কের কথা উল্লেখ করেন। নবনির্বাচিত প্রেসিডেন্ট উভয় দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধির বিষয়ে গুরুত্ব আরোপ করেন।

এ সময় বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পাঠানো অভিনন্দনপত্র নব-নির্বাচিত প্রেসিডেন্টের নিকট হস্তান্তর করেন এবং তাকে বাংলাদেশ সফরের জন্য অনুরোধ জানান হাইকমিশনার।

এ জাতীয় আরো সংবাদ

নিঃশর্তভাবে আটক অর্থ ছেড়ে দিন, আমেরিকাকে তালেবান

নূর নিউজ

এবার গাজার নতুন প্রধানমন্ত্রীকেও হত্যা করল ইসরায়েল

আনসারুল হক

রাশিয়ানদের আরও বেশি বেশি বাচ্চা নিতে বললেন পুতিন

নূর নিউজ