মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দনপত্র পৌঁছে দিয়েছেন হাইকমিশনার

মালদ্বীপের নবনির্বাচিত প্রেসিডেন্ট ড. মুইজ্জুকে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দনপত্র পৌঁছে দিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাজধানী মালেতে প্রেসিডেন্টের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করে এ অভিনন্দনপত্র পৌঁছে দেন কমিশনার। এ সময় উপস্থিত ছিলেন মিশনের কাউন্সিলর মো. সোহেল
সাক্ষাৎকালে ড.মুইজ্জু বাংলাদেশ ও মালদ্বীপের দীর্ঘ বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতিম সম্পর্কের কথা উল্লেখ করেন। নবনির্বাচিত প্রেসিডেন্ট উভয় দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধির বিষয়ে গুরুত্ব আরোপ করেন।

এ সময় বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পাঠানো অভিনন্দনপত্র নব-নির্বাচিত প্রেসিডেন্টের নিকট হস্তান্তর করেন এবং তাকে বাংলাদেশ সফরের জন্য অনুরোধ জানান হাইকমিশনার।

এ জাতীয় আরো সংবাদ

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ইব্রাহিম রাইসি

আনসারুল হক

ইসরাইলি পতাকা নিয়ে কট্টরপন্থি ইহুদিদের আল-আকসায় অনুপ্রবেশ

নূর নিউজ

যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ওমরাযাত্রীদের সুখবর দিল সৌদি

নূর নিউজ