রাতে বাড়বে শীত, বইতে পারে শৈত্যপ্রবাহ

সারাদেশে রাতে শীতের তীব্রতা বাড়ার পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় নতুন করে শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (১৬ জানুয়ারি) সকালে আবহাওয়ার পূর্বাভাসে এতথ্য জানানো হয়েছে।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।

এছাড়া দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলেও রাতের তাপমাত্রা কমতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, কুড়িগ্রাম এবং পঞ্চগড় জেলায় মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এ শৈত্যপ্রবাহ রংপুর বিভাগের অবশিষ্টাংশ এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় বিস্তার লাভ করতে পারে।

এদিকে আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম বলেছেন, আগামী ৩ দিন শীত অব্যাহত থাকবে। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে। আজও কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহ ছিল।

এ জাতীয় আরো সংবাদ

পাঁচ দিনের মধ্যে কমতে শুরু করবে রাতের তাপমাত্রা

নূর নিউজ

গাজীপুরে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে আরও ৭৪০ পরিবার

নূর নিউজ

জনগণের বিরুদ্ধে কাজ করলে পরিণতি কী হয় তা আমরা ৫ আগস্ট দেখেছি

Sufian Farabee