রোদ, বৃষ্টি আর বজ্রপাতে সারাদিন

বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে। এজন্য সারা দেশের আকাশ আজ মেঘলা থাকতে পারে। এছাড়া থেমে থেমে বৃষ্টির সম্ভাবনাও থাকছে। দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

আজ শুক্রবার (২০ আগস্ট) ছুটির দিনে রাজধানীতে মেঘলা আকাশসহ রোদের দেখা মিলতে পারে। মাঝে মধ্যে সামান্য বা হালকা বৃষ্টি হতে পারে। এভাবেই রাজধানীবাসীর কাটতে পারে ছুটির দিন।

দিনের আবহাওয়ার পূর্বাভাসের তথ্য তুলে ধরে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. রুহুল কুদ্দুস এসব কথা বলেন।

এই আবহাওয়াবিদ জানান, বর্ষাকালের অর্ধেক সময় পার হয়েছে। এজন্য বৃষ্টিপাতের পরিমাণ অনেকটা কমে যাচ্ছে।

মো. রুহুল কুদ্দুস বলেন, সারা দিন ঢাকায় মেঘলা আকাশের সঙ্গে রোদের দেখা মিলতে পারে। আকাশে মেঘ থাকার কারণে মাঝেমধ্যে নামতে পারে বৃষ্টি। তবে বড় কোনো বৃষ্টির সম্ভাবনা নেই।

এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের বেশ কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ বিভাগের কোনো কোনো এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এ জাতীয় আরো সংবাদ

ঐতিহ্যবাহী বরুণা মাদরাসার ইসলামী মহাসম্মেলন শুক্রবার

আলাউদ্দিন

পদ্মা সেতুতে ধাক্কা, তদন্ত করবে সেনাবাহিনী

নূর নিউজ

প্রখ্যাত বক্তা মাও. হেদায়েতুল্লাহ আজাদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত

আনসারুল হক