শিঘ্রই সরকার পতনের আন্দোলনে নামবেন খালেদা জিয়া: ফখরুল

নূর নিউজ: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নিদারুণ কষ্টে দিনাতিপাত করছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে শীঘ্রই এই সরকার পতনের আন্দোলনে খালেদা জিয়া নেতৃত্ব দেবেন বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সোমবার (১৬ আগস্ট) সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার ৭৬তম জন্মবার্ষিকীর আলোচনায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, খালেদা জিয়া যেন জনগণের সামনে এসে রাজনীতি করতে না পারেন, সেই ষড়যন্ত্র করছে সরকার। এখন জনগণকে ঐক্যবদ্ধ করে খালেদা জিয়া ও গণতন্ত্রকে মুক্ত করাই বিএনপির সবচেয়ে বড় কাজ।

এছাড়াও বিএনপি মহাসচিব বলেন, জন্মদিন নিয়ে আওয়ামী লীগ ইতিহাস বিকৃত করে জনগণকে বিভ্রান্ত করছে। এসময় গণটিকার নামে সরকার তামাশা করছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল

এ জাতীয় আরো সংবাদ

হজযাত্রীদের ভিসা আবেদন সোমবার দুপুর ১২টার মধ্যে করতে হবে

আনসারুল হক

সিলেটে কুরআন পোড়ানো নিয়ে তুলকালাম কান্ড, আটক ২

নূর নিউজ

নেজামে ইসলাম পার্টি ময়মনসিংহ জেলার ইফতার মাহফিল অনুষ্ঠিত

আনসারুল হক