সুনামগঞ্জের বন্যার্তদের মাঝে বাংলাদেশ আইম্মাহ পরিষদের নগদ অর্থ বিতরণ

আজ (২৭ জুন’২২ ইং) সোমবার বাংলাদেশ আইম্মাহ পরিষদের উদ্যোগে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভপুর থানাধীন জামেয়া আবু হুরায়রা রা. ও এতিমখানা আশ্রয় কেন্দ্রে দুই শতাধিক বানভাসি মানুষের মাঝে আর্থিক সহযোগিতা করেন।

বাংলাদেশ আইম্মাহ্ পরিষদের মহাসচিব মাওলানা এনামুল হক মূসা উপস্থিত বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের উদ্দেশ্যে বলেন, বন্যার শুরু থেকে এদেশের আলেম-উলামা ও ইমাম-খতীবগন প্রতিদিন দেশের বিভিন্ন স্থানে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য, বস্ত্র, ঔষুধ, বিশুদ্ধ পানি সহ নগদ অর্থ সহায়তা প্রদান করে আসছে। তারই ধারাবাহিকতায় আজ আমরা আপনাদের খেদমতে কিছু নগদ অর্থ হাদিয়া স্বরূপ এনেছি। বন্যা যতদিন থাকবে ততদিন ইনশাআল্লাহ বাংলাদেশ আইম্মাহ পরিষদ বন্যা কবলিতদের পাশে থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন মাওঃ মুফতী সোহাইল আহমাদ, মাওলানা এমদাদুল্লাহ, মাওলানা রায়হান, স্থানীয় আলেমদের মধ্যে উপস্থিত ছিলেন মুফতী আজিজুল হক, মাওলানা আঃ রহিম, মাওলানা সাইফুর রহমান সাজওয়ার প্রমুখ।

এ জাতীয় আরো সংবাদ

ব্রেইল মেশিন নষ্ট হয়ে কর্মহীন অন্ধ হাফেজ, ছয় মাস ঘুরেও পাননি সহযোগিতা

নূর নিউজ

কক্সবাজারে ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্তদের মাঝে আন-নূর হেল্পিং হ্যান্ডের ত্রাণ বিতরণ

আনসারুল হক

বন্যার্ত মানুষের জন্য সরকারের ত্রাণ তৎপরতা নেই: চরমোনাই পীর

নূর নিউজ