স্পেনে ‘সিরাতে মুস্তাকিমে’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিরাতে মুস্তাক্বীম বার্সেলোনা স্পেনের উদ্যোগে গ্রেট ব্রিটেন ও ফ্রান্স থেকে আগত উলামায় কেরামের সাথে দারুল আমাল জামে মসজিদে (৭ নভেম্বর) রবিবার বাদ ফজর সকাল সাতটায় এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি মাওলানা আব্দুল আহাদের সভাপতিত্বে কেন্দ্রীয় আহলে শুরা হাফিজ মাওলানা আব্দুল কাদির আল মাহদির পরিচালনায় পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায়

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটেনের প্রখ্যাত আলেমে দ্বীন অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ (লন্ডন), হযরত মাওলানা মুফতি আব্দুল মুনতাক্বিম (লন্ডন), হযরত মাওলানা নুরে আলম হামিদী (বার্মিংহাম), ক্বারী মাওলানা মুদ্দাচ্ছির আনওয়ার (বার্মিংহাম), হাফিজ মাওলানা মুহিবুল্লাহ হেলাল (ফ্রান্স)

মতবিনিময় সভায় অতিথিরা প্রবাস জীবনে হালাল উপার্জনের পাশাপাশি ঐক্যবদ্ধ ভাবে দ্বীনি কাজের সাথে সম্পৃক্ত থাকার উপর গুরুত্বারোপ করেন। ইতিবাচক দৃষ্টিভঙ্গি হচ্ছে সাফল্যের চাবিকাটি। সিরাতে মুস্তাক্বীমের প্রত্যেক সদস্যকে ইতিবাচক মনোভাব নিয়ে সামনে এগিয়ে যাবার পরামর্শ প্রদান করেন।

উক্ত সভায় বক্তব্য রাখেন সিরাতে মুস্তাক্বীমের কেন্দ্রীয় আহলে শুরা মাওলানা ইলিয়াছ আহমদ, শান্তাকলামা শাখার জিম্মাদ্বার হাফিজ মাওলানা ইমদাদুল হক্ব মাসউদ, মাওলানা আজমুল ইসলাম সেলিম,হাফিজ মাওলানা মাসউদ আহমদ,মাওলানা জাহেদ আহমদ।

এ ছাড়া আরও উপস্তিত ছিলেন দারুল আমাল মসজিদ কমিটির জিম্মাদ্বার হাবিবুর রাহমান রাশেদ,সিরাতে মুস্তাক্বীমের আহলে শুরা মাসরুর আহমদ, বিশিষ্ট কমিউনিটি নেতা সাদ উদ্দিন, কমিউনিটি নেতা ফয়সল আহমদ, মসজিদ কমিটির সদস্য নোমান আহমদ, সাইদুর রাহমান, নাহিদ আহমদ, মামুন আহমদ প্রমুখ।

এ জাতীয় আরো সংবাদ

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রই একমাত্র সমাধান: শি জিনপিং

নূর নিউজ

সৌদি ক্রাউন প্রিন্সকে জ্বালানী নিয়ে রাজনীতি না করতে হুঁশিয়ারি বার্তা দিলেন পুতিন

নূর নিউজ

যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে আবারও কৃষ্ণাঙ্গ হত্যা, হাজারো মানুষের বিক্ষোভ

নূর নিউজ