নিউইয়র্ক আত-তাওফিক মসজিদের সভাপতি আব্দুল খালেকের ইন্তেকালে আলনূরের শোক

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর কৃতিসন্তান, নিউইয়র্ক আত-তাওফিক মসজিদের সভাপতি ও বাংলাদেশ সোসাইটির সহ-সভাপতি আব্দুল খালেকের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন আলনূর কালচারাল সেন্টার কাতার-এর নির্বাহী সভাপতি মাওলানা ইউসুফ নূর ও নিউইয়র্ক শাখার নির্বাহী পরিচালক মুফতী মুহাম্মদ ইসমাইল।

আজ এক শোকবার্তায় তারা বলেন, নোয়াখালীর এখলাসপুরের এই সজ্জন মানুষটি নিউইয়র্কের প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও জনপ্রিয় সামাজিক ব্যক্তিত্ব ছিলেন। কমিউনিটির যে কোন কাজে তিনি অগ্রণী ভূমিকা রাখতেন। মহামারি করোনায় আক্রান্ত হয়ে তিনি আজ নিউইয়র্কে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহর কাছে মিনতি করছি- আল্লাহ তা’আলা মরহুম আব্দুল খালেককে জান্নাতুল ফিরদাউস দান করুন। আমীন।

এ জাতীয় আরো সংবাদ

যুক্তরাষ্ট্র-চীন উত্তেজনার কারণ

আনসারুল হক

যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্টের বিচারক হলেন ফেনীর নুসরাত

আনসারুল হক

চীনের কনস্যুলেটের ভেতর টেনে হিঁচড়ে নিয়ে মারধর

নূর নিউজ