ভোট ডাকাতি প্রতিহতের প্রস্তুতি নিতে হবে: ইসলামী আন্দোলনের মহাসচিব

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। কেউ ভোট ডাকাতি বা কারচুপি করতে চাইলে জনতাকে সঙ্গে নিয়ে প্রতিহত করার প্রস্তুতি নিতে হবে।

শনিবার (১৬ আগস্ট) রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “বাংলাদেশের দুর্ভাগ্য যে স্বাধীনতার ৫৪ বছরের প্রায় প্রতিটি নির্বাচনেই ভোট চুরি, জালিয়াতি ও সহিংসতা হয়েছে। ফলে জনগণের রায় রাষ্ট্র পরিচালনায় প্রতিফলিত হয়নি, বরং দেশ ক্রমান্বয়ে স্বৈরতন্ত্রের দিকে গেছে। গত ১৫ বছরে আমরা তার নগ্ন রূপ দেখেছি।”

তিনি আরও বলেন, “জুলাই অভ্যুত্থানের পর প্রত্যাশা ছিল আইনি সংস্কার ও পিআর পদ্ধতিতে নির্বাচনী ব্যবস্থার পরিবর্তন হবে। কিন্তু কিছু রাজনৈতিক দলের অনাগ্রহ এবং সহিংস রাজনৈতিক সংস্কৃতি সেই আশা নষ্ট করেছে। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ বসে থাকবে না। যেকোনো মূল্যে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা হবে।”

দিনব্যাপী আয়োজিত কর্মশালায় সাংগঠনিক ও প্রশিক্ষণ বিভাগের নেতারা জেলার প্রতিবেদন উপস্থাপন করেন এবং শক্তিশালী সংগঠন গড়ে তোলার কৌশল নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, “বিএনপি গণতন্ত্রের কথা বললেও তারা নিজেদের সংগঠনে নিয়মতান্ত্রিক কমিটি গঠন করতে পারে না। সহিংসতার প্রবণ দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে আমাদের নির্বাচন করতে হবে। তাই সাংগঠনিক শক্তি, দাওয়াতি কার্যক্রম ও নির্বাচনী কৌশলে মনোযোগী হতে হবে।”

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাউয়ুম, ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মোস্তফা কামাল, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জিএম রুহুল আমীন, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট এম হাসিবুল ইসলাম, দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, কেন্দ্রীয় সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা কে এম শরীয়াতুল্লাহ, সহ-দপ্তর সম্পাদক এডভোকেট বরকতুল্লাহ লতিফ প্রমুখ।

এ জাতীয় আরো সংবাদ

জুলুম নির্যাতন করে জামায়াতকে দমানো যাবে না, অধ্যাপক মুজিবুর রহমান

নূর নিউজ

আল্লামা আতাউল্লাহ হাফেজ্জীর ইন্তেকালে ইসলামী ঐক্যজোটের শোক

আনসারুল হক

স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

আনসারুল হক