গত বুধবার ভারতের লোকসভায় ওয়াকফ বিল নিয়ে আলোচনা চলাকালীন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন। তিনি দাবি করেছেন, এই বিল সংবিধানকে দুর্বল করার এবং সংখ্যালঘুদের বিভাজিত করার উদ্দেশ্য বহন করছে।
সংসদে গগৈ বলেন, ‘বিজেপি এমন এক সরকার যা ঈদে মানুষকে নামাজ পড়তেও দেয় না, অথচ আজ তারা সংখ্যালঘুদের প্রতি সহানুভূতি দেখাচ্ছে। আমি জানতে চাই, লোকসভায় বিজেপির কতজন সংখ্যালঘু সাংসদ রয়েছেন?’
তিনি আরও বলেন, ওয়াকফ সংশোধনী বিল ভারতের সংবিধানের পরিপন্থী।
গগৈ অভিযোগ করেছেন, ‘সরকার ধর্মের ভিত্তিতে দেশকে ভাগ করছে। তারা চায় ওয়াকফ বোর্ড দুর্বল হোক। রাজস্ব ৭ থেকে ১১ শতাংশ বৃদ্ধি করা উচিত ছিল, কিন্তু তা কমিয়ে ৭ থেকে ৫ শতাংশ করা হয়েছে। আজ নজর একটি নির্দিষ্ট সম্প্রদায়ের উপর, আগামীকাল অন্য কাউকে লক্ষ্য করা হবে।’
তিনি জানান, সরকার এই বিলের মাধ্যমে চারটি লক্ষ্য পূরণ করতে চায়—সংবিধানকে অবমূল্যায়ন করা, বিভ্রান্তি ছড়ানো, ভারতীয় সমাজকে বিভক্ত করা এবং সংখ্যালঘুদের বিচ্ছিন্ন করা।
গগৈ বলেন, ‘সংশোধনী প্রয়োজন, কিন্তু যা আনা হয়েছে তা সমস্যার কারণ হবে। বিরোধীদের প্রস্তাবিত কোনো সংশোধনী গৃহীত হয়নি, এমনকি কমিটিতে অনেকেই যারা বিষয়টি জানত না, তাদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল।’
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা