আফগানিস্তানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আগ্রহী নয়াদিল্লি

আফগানিস্তানের উন্নয়ন প্রক্রিয়ায় সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রন্ধীর জেসওয়াল বলেছেন, নয়াদিল্লি আফগানদের দীর্ঘমেয়াদি আশা-আকাঙ্ক্ষা ও প্রয়োজনের পাশে রয়েছে।

তিনি বলেন, “আমাদের আফগানদের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। আমরা তাদের উন্নয়নমূলক প্রচেষ্টা সমর্থন করি। পাশাপাশি ইসলামি আমিরাতের সঙ্গেও আমরা যোগাযোগ রাখছি।”

এদিকে আফগানিস্তানের অর্থ মন্ত্রণালয় ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণের ওপর জোর দিয়েছে। মন্ত্রণালয়ের পেশাগত সহকারী আব্দুল লতিফ নেজারি বলেন, আফগানিস্তানের ভৌগোলিক অবস্থান গুরুত্বপূর্ণ। দেশটি ভারতের সঙ্গে মধ্য এশিয়ার সংযোগ স্থাপনে সেতুবন্ধন হিসেবে কাজ করতে পারে। তিনি আরও বলেন, জ্বালানি, বিদ্যুৎ সরবরাহ, কৃষি ও অবকাঠামোগত খাতে ভারত বড় ভূমিকা রাখতে পারে।

রাজনৈতিক বিশ্লেষক আব্দুল হাসিব সাফি মনে করেন, বাণিজ্য ও অর্থনৈতিক খাতে আফগানিস্তানের উচিত ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করা। তাঁর মতে, আফগানিস্তান ভারতের বিশাল বাজার থেকে সরাসরি উপকৃত হতে পারে।

উল্লেখ্য, গত তিন বছরে ভারত আফগানিস্তানের সঙ্গে অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক বিস্তারের চেষ্টা চালিয়ে আসছে। তবে এসব প্রচেষ্টা পাকিস্তানের কাছে তেমনভাবে গ্রহণযোগ্য হয়নি।

এ জাতীয় আরো সংবাদ

ফের উত্তপ্ত কাশ্মীর, গোলাগুলিতে নিহত ৩

নূর নিউজ

ট্রাম্পকে ভোট দেওয়া মুসলিমরা গভীর হতাশায়: রিপোর্ট

নূর নিউজ

মহানবীর হাতে গড়া মসজিদে প্রায় ২ কোটি মুসল্লির নামাজ আদায়

নূর নিউজ