ইসরায়েলি কারাগারে আটক গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ইতালীয় সদস্যের ইসলাম গ্রহণ

গাজায় মানবিক সহায়তা নিয়ে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলা–র এক ইতালীয় সদস্য ইসরায়েলি জেলে ইসলাম গ্রহণ করেছেন।

রবিবার (৫ অক্টোবর) জিও নিউজ সূত্রে তুর্কি সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, ফ্লোটিলায় অংশ নেওয়া জাহাজ ‘মারিয়া ক্রিস্টেন’ এর ইতালীয় ক্যাপ্টেন তোমাসো বোর্তোলাজি ইসরায়েলি বাহিনীর হাতে আটক হওয়ার পর কারাগারে অবস্থানকালেই ইসলাম গ্রহণ করেন।

ইসরায়েলি জেল থেকে মুক্তি পেয়ে তুরস্কে পৌঁছালে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি এই ফ্লোটিলায় যোগ দিয়েছিলাম কারণ আমার মনে হয়েছিল, ফিলিস্তিনিদের জন্য এটিই সবচেয়ে অর্থবহ কাজ যা আমি করতে পারি।’

তোমাসো জানান, ইসরায়েলি কারাগারে তার সময়টি ছিল অত্যন্ত কঠিন। তার সঙ্গে থাকা অধিকাংশ সহযাত্রী ছিলেন তুরস্ক থেকে আগত মুসলমান। তিনি বলেন, ‘যখন তারা কারাগারে নামাজ পড়তেন, ইসরায়েলি সেনারা তাদের বাধা দিত। আমি তখন তাদের পাশে দাঁড়ানোর প্রেরণা অনুভব করি এবং শাহাদাত (কালিমা) পাঠ করে ইসলাম গ্রহণ করি।’

তিনি আরও বলেন, ‘এটা ছিল আমার নিজস্ব সিদ্ধান্ত, এতে আমাকে কেউ বাধ্য করেনি। ইসলাম গ্রহণের পর আমি নিজেকে নতুনভাবে জন্ম নেওয়া একজন মানুষ মনে করছি।’

সূত্র: জিও নিউজ

এ জাতীয় আরো সংবাদ

হজের আনুষ্ঠানিকতা শুরু, মিনায় হাজিরা

আনসারুল হক

কুরআনে পানির প্রথম বৈজ্ঞানিক বিভাজন

নূর নিউজ

‘দাওয়াতি চেতনায় উজ্জীবিত না হলে আকীদা রক্ষা অসম্ভব’

আনসারুল হক