কাশ্মীরে স্বাধীনতাকামীদের গুলিতে ভারতীয় সেনা নিহত

কাশ্মীরে স্বাধীনতাকামীদের গুলিতে ভারতীয় এক সেনা নিহত হয়েছে।

শুক্রবার (০২ জুলাই) স্থানীয় সময় সকালে এ ঘটনা ঘটে। ভারতীয় গণমাধ্যম জানায়, কাশ্মীরের পুলওয়ামায় ভারতীয় সেনাবাহিনীর একটি দল তল্লাশি চালানোর সময় হামলার মুখে পড়ে। সে সময় স্বাধীনতাকামীদের গুলিতে এক সেনা নিহত হয়েছেন।

ঘটনার পর দেশটির আধা সামরিক বাহিনী সিআরপিএফ ও জম্মু কাশ্মীর রাজ্য পুলিশ যৌথভাবে অভিযান শুরু করেছে।

এদিকে একই দিনে অরনিয়া সেক্টরে আবারও একটি ড্রোনের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এর আগে, গত শনিবার পাকিস্তান সীমান্তের কাছে পর পর দু’টি ড্রোন হামলার ঘটনা ঘটে।

এ জাতীয় আরো সংবাদ

আমেরিকায় দাতব্য কাজে অন্যদের চেয়ে এগিয়ে মুসলিমরা : জরিপ

নূর নিউজ

শবে মেরাজে মসজিদে কোরআন তিলাওয়াতের সময় ইমামের মৃত্যু

Sufian Farabee

ইমরানের দলের সঙ্গে জোট করবে না মাওলানা ফজলুর রহমানের জমিয়ত

আনসারুল হক