চাঁদ রোববার দেখা গেলে ঈদ সোমবার

বাংলাদেশের আকাশে রোববার শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে পরের দিন ২ মে ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে।

আর রোববার চাঁদ দেখা না গেলে সোমবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সে ক্ষেত্রে ঈদ উদ্‌যাপিত হবে ৩ মে তথা মঙ্গলবার।

বিষয়টি নিয়ে রোববার সন্ধ্যায় বৈঠকে বসবে ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় চাঁদ দেখা কমিটি। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, চাঁদ দেখা না গেলে রোববার সন্ধ্যা ৭টায় বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। এতে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

সভায় ১৪৪৩ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে ঈদুল ফিতর উদ্‌যাপনের তারিখ নির্ধারণ করা হবে।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা ০২-২২৩৩৮১৭২৫,০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ টেলিফোন নম্বরে ফোন করে এবং ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

এ জাতীয় আরো সংবাদ

ঢাকায় পৌঁছেছে মডার্নার ১২ লাখ ডোজ করোনা ভ্যাকসিন

আলাউদ্দিন

৬ বিভাগে হতে পারে ঝড়-বৃষ্টি

নূর নিউজ

৬-দফা স্বাধীনতা সংগ্রামের টার্নিং পয়েন্ট: ওবায়দুল কাদের

নূর নিউজ