‘জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার পরিকল্পনা’ 

অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেছেন, জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে।

রবিবার বিকেল পৌনে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

আসিফ মাহমুদ বলেন, ‘রিফাইন্ড আওয়ামী লীগের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এখন জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে পুনঃপ্রবেশ করানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। অথচ জাতীয় পার্টি হচ্ছে সুস্পষ্টভাবে চিহ্নিত একটি ফ্যাসিবাদী দল। অতীতে আমরা দেখেছি, তারা বারবার আওয়ামী লীগের ফ্যাসিবাদী সংসদকে বৈধতা দিয়েছে। ভারত থেকে প্রেসক্রিপশন এনে বাংলাদেশে কৃত্রিম সংসদ ও কৃত্রিম গণতন্ত্রের প্রদর্শনী তৈরি করেছে।’

তিনি সতর্ক করে বলেন, ‘এই চিহ্নিত ফ্যাসিবাদীদের কেউ যদি সমর্থন করার চেষ্টা করে অথবা সরকারের পক্ষ থেকে সমর্থন দেওয়া হয়, তবে জনগণের পক্ষ থেকে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলো সেটি প্রতিহত করবে বলেই আমি আশা করি।’

যুব ও ক্রীড়া উপদেষ্টা আরও বলেন, ‘ইনক্লুসিভ নির্বাচনের নামে অনেকেই চাইবে, আগামীর বাংলাদেশে যেন আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো রাজনৈতিক বা গণতান্ত্রিক সমাধান না হয়। তারা আওয়ামী লীগের এস্টাবলিশমেন্ট বজায় রাখতে চায়।’

এ জাতীয় আরো সংবাদ

ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন সোমবার

নূর নিউজ

অভিজিৎ হত্যার রায়, বিচারের নামে তামাশা : হেফাজত

আলাউদ্দিন

কাদিয়ানী বিরোধী আন্দোলনের মহানায়ক ছিলেন আল্লামা নুরুল ইসলাম জিহাদী (রহ): আল্লামা রাব্বানী 

নূর নিউজ