যুক্তরাষ্ট্রের কাছে দুই কোটি টিকা চেয়েছে বাংলাদেশ

নূর নিউজ: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের কাছে ১০ থেকে ২০ মিলিয়ন অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকা বাংলাদেশের পক্ষ থেকে চাওয়া হয়েছে।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সম্মুখে তিনি এ কথা জানান।

ড. আব্দুল মোমেন বলেন, যুক্তরাষ্ট্রে ৬০ মিলিয়ন ডোজ টিকা অতিরিক্ত রয়েছে। আমরা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে ১০ থেকে ২০ মিলিয়ন টিকা চেয়েছি।

উল্লেখ্য, এর আগে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।

এ জাতীয় আরো সংবাদ

নির্বাচনী অ্যাপে ঘরে বসেই ভোটার নম্বর, মিলবে কেন্দ্রের তথ্যও

নূর নিউজ

‘অবিলম্বে নারী সংস্কার কমিশন ও তাদের প্রস্তাবনা বাতিল করুন’

আনসারুল হক

বিদেশে অর্থ পাচার নিয়ে আলোচনার জন্য মার্কিন কর্মকর্তা ঢাকায়

নূর নিউজ