মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস করোনায় আক্রান্ত

মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস করোনায় আক্রান্ত হয়েছেন। হোয়াইট হাউস মঙ্গলবার এ কথা জানিয়েছে বলে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, হ্যারিস ২০২১ সালের জানুয়ারিতে মডার্নার ২ ডোজ টিকা সম্পূর্ণ করেন। এরপর অক্টোবরের শেষের দিকে প্রথম বুস্টার ডোজ এবং এ বছরের ১ এপ্রিল দ্বিতীয় বুস্টার ডোজ নেন।

সিএনএন বলছে, ভাইস প্রেসিডেন্টের এমন সময়ে করোনা শনাক্ত হলো যখন যুক্তরাষ্ট্র বেশিরভাগ করোনা বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে।

ফেডারেল জনস্বাস্থ্য নির্দেশিকা অনুসারে, বর্তমানে হোয়াইট হাউসের বড় ইভেন্টগুলোতে কর্মকর্তা এবং দর্শনার্থীদের মাস্ক পরা বা সামাজিক দূরত্বের প্রয়োজন হয় না। জানুয়ারির শুরুর দিকে ওয়াশিংটনে করোনা শনাক্তের হার ধীরে ধীরে কমতে শুরু করে। এর ঠিক আগে দেশটি ওমিক্রন ভ্যারিয়েন্ট তরঙ্গের মুখোমুখি হয়েছিল। তবে, সম্প্রতি আবার সংক্রমণ বাড়তে শুরু করেছে।

হোয়াইট হাউস পুনরায় বিধিনিষেধে ফিরে আসার কথা ভাবছে না বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সচিব জেন সাকি।

এ জাতীয় আরো সংবাদ

করোনা: রমজানে মসজিদে নববীতে শিশুদের প্রবেশ করতে দেওয়া হবে না

আলাউদ্দিন

তালেবানের সরকার গঠন অনুষ্ঠানে আমন্ত্রণ পেল ৬টি দেশ

আনসারুল হক

নিউইয়র্ক পুলিশের ক্যাপ্টেন হলেন প্রিন্স আলম

নূর নিউজ