শিক্ষা ভিসার আবেদন নিচ্ছে যুক্তরাষ্ট্র দূতাবাস

করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর নতুন করে শিক্ষার্থীদের ভিসার আবেদন নিচ্ছে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস। ভিসার আবেদন গ্রহণ ও সাক্ষাৎকারের জন্য ১৫ই নভেম্বর থেকে সময় দেয়া শুরু হবে। আজ শুক্রবার মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী রোববার থেকে এফ (শিক্ষা ও ভাষা সংক্রান্ত), এম (বৃত্তিমূলক) ও জে (দর্শনার্থী বিনিময়) ক্যাটাগরিতে ভিসার জন্য নতুন আবেদনকারীদের কাছ থেকে সীমিত আকারে আবেদন গ্রহণ ও সাক্ষাৎকারের জন্য সময় দেয়া শুরু করবে দূতাবাস। করোনার কারণে দূতাবাসের প্রাত্যহিক কর্মতালিকায় সাক্ষাৎকারের সংখ্যা সীমিত থাকবে এবং ভিসা প্রসেস করার সময় ছয় সপ্তাহ পর্যন্ত লাগতে পারে। আবেদনকারীদের ভিসা প্রসেসের সময় মনে রেখে ভিসার আবেদন ও ভ্রমণের তারিখ পরিকল্পনা করার জন্য অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে।

এ জাতীয় আরো সংবাদ

যুক্তরাষ্ট্রের ভোক্তা ঋণ সাড়ে ৪ ট্রিলিয়ন ডলার

নূর নিউজ

ফিলিস্তিনের পক্ষে শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি প্রকাশ করলো ছাত্রলীগ

নূর নিউজ

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় নোয়াখালীতে লকডাউন ঘোষণা

আনসারুল হক