ভারত-পাকিস্তান সীমান্তে তীব্র গোলাবর্ষণ, নিহত কমপক্ষে ১০

কাশ্মীরে ভারত ও পাকিস্তানের সীমান্তের একাধিক স্থানে গোলাবর্ষণে অন্তত ১০ জন মারা গেছে। এ খবর দিয়েছে বিবিসি। খবরে ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়েছে, গোলাবর্ষণের ফলে দেশটির নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর অন্তত তিনজন সদস্য এবং আরও অন্তত তিনজন বেসামরিক নাগরিক মারা গেছেন।

এদিকে, পাকিস্তানের অন্তত ৮ সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই। তবে পাকিস্তানের কর্তৃপক্ষ দাবি করেছে যে, ১৫ বছর বয়সী এক কিশোর-সহ চারজন বেসামরিক নাগরিক মারা গেছে। এতে পাকিস্তানের পক্ষে আহত হয়েছে শিশুসহ আরো অন্তত ২০ জন। সংঘর্ষের পর ভারত ও পাকিস্তান দুই পক্ষই অন্য পক্ষের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের অভিযোগ তুলছে। এর আগে গত সপ্তাহেই দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল।

এ জাতীয় আরো সংবাদ

হজের জন্য জমানো টাকার যাকাত দিতে হবে?

নূর নিউজ

হানিয়া হত্যাকাণ্ডে নিরাপত্তা পরিষদে ইসরায়েলের তীব্র নিন্দা

নূর নিউজ

টেক্সাসের গর্ভপাত আইন বিষয়ে সুপ্রিম কোর্টের রায়ের সমালোচনা করলেন বাইডেন

নূর নিউজ