রামুতে মাসিক সাহিত্যকলি’র সাহিত্যায়োজন

কক্সবাজার প্রতিনিধি: “সত্যের পথে সাহসের সাথে কলম চলবে অবিরাম” প্রতিপাদ্যে সাহিত্যের ছোট্ট কাগজ “মাসিক সাহিত্যকলি” নভেম্বর’২০২১ঈসায়ী সংখ্যা প্রকাশিত হয়েছে। করোনাজনিত স্থবিরতায় দীর্ঘ বিরতির পরে শীতের আগমনী বার্তার সাথে সাথে নতুন এক আমেজ নিয়ে পূনরায় হাজির হলো “মাসিক সাহিত্যকলি।”

বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াদী নিয়ে বরেণ্য, নবীন-প্রবীণ লেখক, সাহিত্যিকদের প্রবন্ধ -নিবন্ধ, শিশুতোষ গল্প, স্মৃতিকথা, ছড়া, কবিতায় সাজানো হয়েছে সাহিত্যকলি’র ৫ ম সংখ্যা।

গত ২৬ নভেম্বর শুক্রবার পড়ন্তবিকেলে রামু রাবার বাগান রেস্ট হাউসের সবুজ আঙ্গিনায় নির্মল প্রাকৃতিক পরিবেশে অনাড়ম্বরভাবে আয়োজিত মাসিক সাহিত্যকলির নতুন এ সংখ্যার প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদগ্ধ লেখক, প্রাবন্ধিক, সাহিত্যিক, সহযোদ্ধাগণ ও সম্ভাবনাময়ী একঝাঁক নবীন লিখিয়েদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে এ সাহিত্যায়োজন হয়ে উঠে অনেক প্রাণবন্ত।
মাসিক সাহিত্যকলি’র উপদেষ্টা সম্পাদক, রামু লেখক ফোরামের সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট প্রাবন্ধিক, লেখক, সমাজ ও রাজনীতি বিশ্লেষক আখতারুল আলম। তিনি বলেন, মাসিক সাহিত্যকলি নবীন লিখিয়েদের একটি আশাজাগানিয়া প্রকাশনা। সত্য ও সুন্দরের অভিযাত্রায় সুস্থধারার সাহিত্য-সংস্কৃতি চর্চায় সম্ভাবনাময়ী এ সাহিত্য ম্যাগাজিনটি নবীনদের অগ্রযাত্রার মাইলফলক হিসেবে কাজে আসবে।

নির্বাহী সম্পাদক অলি উল্লাহ আরজুর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রকাশনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, তরুণ লেখক ও অনুবাদক মাওলানা মুহাম্মদ হাসান, রামু লেখক ফোরামের সহ-সভাপতি হাফেজ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আহমদ ছৈয়দ ফরমান, তরুণ সংবাদকর্মী কফিল উদ্দিন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সম্পাদক এহছানুল হক। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মফস্বলের কবি শফিকুল ইসলাম, নবীন লেখক মাওলানা যায়নুল আবেদীন, মাওলানা রিয়াদ উদ্দিন আশেকী, মাওলানা আব্দুল্লাহ হোসাইনী, জাহেদুল ইসলাম আল রাইয়ান, হাফেজ আতিকুর রহমান, স্বেচ্ছাসেবী হাফেজ রাশেদ উদ্দিন, মোহাম্মদ আব্দুল্লাহ, রমজান আলী, আব্দুল্লাহ আল-মাহমুদ, ইমন দাশ বিনয়, আব্দুল্লাহ আল-ফাহিম প্রমুখ

এ জাতীয় আরো সংবাদ

ডক্টরেট ডিগ্রি অর্জন করলেন মুফতি ওয়ালিউর রহমান খান

নূর নিউজ

‘সুনির্দিষ্ট অভিযোগে’ পরীমণির বাসায় অভিযান চালাচ্ছে র‌্যাব

আনসারুল হক

ইসরাইলের দখলদারিত্ব ও হামাসের উদয়

নূর নিউজ