এখন থেকে ঢাকায় অবকাঠামো নির্মাণে লাগবে সিটি করপোরেশনের অনুমোদন

রাজধানীতে যে কোনো অবকাঠামো নির্মাণের সময় রাজউকের পাশাপাশি সিটি করপোরেশনের থেকে অনুমোদন নিতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

রোববার (৬ ফেব্রুয়ারি) দুপুরে আসন্ন বর্ষা মৌসুমে ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশনগুলোর গৃহীত কার্যক্রমের পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন।

স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলামের সভাপতিত্ব করেন ৷

এ সভায় আরও উপস্থিত ছিলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নুর তাপস, সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী এবং ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম আতিক ৷

এ সভায় ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়ররা জানান ঢাকা সিটির অভ্যন্তরীণ খালগুলো সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করায় এই খালগুলো সংস্কার করাসহ সিটি করপোরেশনের পক্ষ থেকে বেশ কিছু পদক্ষেপ নেওয়ায় গত বর্ষা মৌসুমে তেমন জলাবদ্ধতা দেখা যায়নি ৷

এ জাতীয় আরো সংবাদ

আজ দেশের ৯ অঞ্চলে বৃষ্টি হতে পারে

নূর নিউজ

বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, ভারি বৃষ্টির আভাস

নূর নিউজ

হেফাজতের ‘জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলন’ বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত

নূর নিউজ